কথা

কহিল সে করজোড়ে,               ‘ দয়া করে ক্ষম মোরে —

                 এ ফুল বেচিতে নাহি মন।'

এত বলি ছুটিল সে               যেথা রয়েছেন বসে

                বুদ্ধদেব উজলি কানন।

বসেছেন পদ্মাসনে                প্রসন্ন প্রশান্ত মনে,

                 নিরঞ্জন আনন্দমূরতি।

দৃষ্টি হতে শান্তি ঝরে,              স্ফুরিছে অধর - ' পরে

                 করুণার সুধাহাস্যজ্যোতি।

সুদাস রহিল চাহি —                নয়নে নিমেষ নাহি,

                 মুখে তার বাক্য নাহি সরে।

সহসা ভূতলে পড়ি               পদ্মটি রাখিল ধরি

                 প্রভুর চরণপদ্ম - ' পরে।

বরষি অমৃতরাশি                 বুদ্ধ শুধালেন হাসি,

               ‘ কহো বৎস, কী তব প্রার্থনা।'

ব্যাকুল সুদাস কহে,                ‘ প্রভু, আর কিছু নহে,

                 চরণের ধূলি এক কণা।'