শিশু

কী চাস ওরে অমন ক’রে

        শরম ভুলিয়া।

 

নিখিল শোনে আকুল মনে

       নূপুর - বাজনা।

তপন শশী হেরিছে বসি

       তোমার সাজনা।      

ঘুমাও যবে মায়ের বুকে

আকাশ চেয়ে রহে ও মুখে,

জাগিলে পরে প্রভাত করে

        নয়ন - মাজনা।

নিখিল শোনে আকুল মনে

       নূপুর - বাজনা।

 

ঘুমের বুড়ি আসিছে উড়ি

       নয়ন - ঢুলানী,

গায়ের ’পরে কোমল করে

        পরশ - বুলানী।

মায়ের প্রাণে তোমারি লাগি

জগৎ - মাতা রয়েছে জাগি,

ভুবন - মাঝে নিয়ত রাজে

        ভুবন - ভুলানী।

ঘুমের বুড়ি আসিছে উড়ি

         নয়ন - ঢুলানী।