শিশু ভোলানাথ

ওরা সবাই আমায় বোঝে,

করবে না ভয় একটুও যে,

হাত বুলিয়ে দেব গায়ে,

          বসবে কাছে ঘেঁষে।

ফলসা - বনে গাছে গাছে

ফল ধরে মেঘ করে আছে,

ওইখানেতে ময়ূর এসে

          নাচ দেখিয়ে যাবে।

শালিখরা সব মিছিমিছি

লাগিয়ে দেবে কিচিমিচি,

কাঠবেড়ালি লেজটি তুলে

          হাত থেকে ধান খাবে।

 

 

দিন ফুরোবে, সাঁঝের আঁধার

          নামবে তালের গাছে।

তখন এসে ঘরের কোণে

          বসব কোলের কাছে।

থাকবে না তোর কাজ কিছু তো,

রইবে না তোর কোনো ছুতো,

রূপকথা তোর বলতে হবে

          রোজই নতুন করে।

সীতার বনবাসের ছড়া

সবগুলি তোর আছে পড়া ;

সুর করে তাই আগাগোড়া

          গাইতে হবে তোরে।

তার পরে যেই অশথবনে

ডাকবে পেঁচা, আমার মনে

একটুখানি ভয় করবে

          রাত্রি নিষুত হলে।

তোমার বুকে মুখটি গুঁজে

ঘুমেতে চোখ আসবে বুজে —

তখন আবার বাবার কাছে

          যাস নে যেন চলে!