শিশু ভোলানাথ

আমি বললেম বারণ শুনে

‘ছ - পণ কড়ি এই নে গুনে’,

যতক্ষণ সে গুনতে থাকে

          হয়ে গেলাম পার।

 

কিছুরই শেষ নেই কোত্থাও

          আকাশ পাতাল জুড়ি।

যতই চলি যতই চলি

বেড়েই চলে বনের গলি,

কালো মুখোশপরা আঁধার

          সাজল জুজুবুড়ি।

 

খেজুরগাছের মাথায় বসে

          দেখছে কারা ঝুঁকি।

কারা যে সব ঝোপের পাশে

একটুখানি মুচকে হাসে,

বেঁটে বেঁটে মানুষগুলো

          কেবল মারে উঁকি।

 

আমায় যেন চোখ টিপছে

          বুড়ো গাছের গুঁড়ি।

লম্বা লম্বা কাদের পা যে

ঝুলছে ডালের মাঝে মাঝে,

মনে হচ্ছে পিঠে আমার

          কে দিল সুড়সুড়ি।

 

ফিসফিসিয়ে কইছে কথা

          দেখতে না পাই কে সে।

অন্ধকারে দুদ্দাড়িয়ে

কে যে কারে যায় তাড়িয়ে,

কী জানি কী গা চেটে যায়

          হঠাৎ কাছ এসে।