খেয়া

                তোমার      সকল আলো জ্বেলে।

তোমার    রথের ’পরে সোনার ধ্বজা ঝলবে ঝলমল,

                সাথে    বাজবে বাঁশির তান—

তোমার    প্রতাপ - ভরে বসুন্ধরা করবে টলমল,

                আমার উঠবে নেচে প্রাণ।

 

তখন      পথের লোকে অবাক হয়ে সবাই চেয়ে রবে,

                তুমি     নেমে আসবে পথে ;

হেসে      দু হাত   ধরে ধুলা হতে আমায় তুলে   লবে—

                তুমি     লবে তোমার রথে।

আমার    ভূষণবিহীন মলিন বেশে ভিখারিনীর সাজে

                তোমার      দাঁড়াব বাম পাশে,

তখন      লতার মতো কাঁপব আমি গর্বে সুখে লাজে

                 সকল    বিশ্বের সকাশে।

ওগো,     সময় বয়ে যাচ্ছে চলে, রয়েছি কান পেতে—

                কোথা   কই গো চাকার ধ্বনি।

তোমার    এ পথ দিয়ে কত - না লোক গর্বে গেল মেতে

                কতই    জাগিয়ে রনরনি।

তবে       তুমিই কি গো নীরব হয়ে রবে ছায়ার তলে,

                 তুমি     রবে সবার শেষে—

হেথায়     ভিখারিনীর লজ্জা কি গো ঝরবে নয়নজলে।

                তারে    রাখবে মলিন বেশে?