খেয়া

                       ছুটে আসে কালো মেঘে। '

 

      পরান আমার, রুধিয়া দুয়ার

           আপনার গৃহ - মাঝে

      ছিলি এতদিন বিশ্রামহীন

            কী জানি কত কী কাজে।

      আজিকে হঠাৎ কী হল রে তোর,

      ভেঙে যেতে চায় বুকের পাঁজর,

      অকারণে বহে নয়নের লোর,

           কোথা যেতে চাস ছুটে।

      কে রে সে পাগল ভাঙিল আগল,

           কে দিল দুয়ার টুটে।

 

             ‘ জানি না তো আমি কোথা হতে নামি

                    কী ঝড়ে আঘাত লেগে

             জীবন ভরিয়া মরণ হরিয়া

                    কে আসিছে কালো মেঘে। '