প্রভাতসংগীত
       প্রাণ মন উঠিছে উথুলি।
       সকলি মিশেছে আসি হেথা,
       জীবনে কিছু না যায় ফেলা--
       এই-যে যা-কিছু চেয়ে দেখি
       এ নহে কেবলি ছেলেখেলা।

,
এই জগতের মাঝে একটি সাগর আছে
       নিস্তব্ধ তাহার জলরাশি,
চারি দিক হতে সেথা অবিরাম অবিশ্রাম
       জীবনের স্রোত মিশে আসি।
সূর্য হতে ঝরে ধারা, চন্দ্র হতে ঝরে ধারা,
       কোটি কোটি তারা হতে ঝরে,
জগতের যত হাসি যত গান যত প্রাণ
       ভেসে আসে সেই স্রোতোভরে--
       মেশে আসি সেই সিন্ধু-’পরে।
পৃথ্বী হতে মহাস্রোত ছুটিতেছে অবিরাম
       সেই মহাসাগর-উদ্দেশে,
আমরা মাটির কণা জলস্রোত ঘোলা করি
       অবিশ্রাম চলিয়াছি ভেসে--
       সাগরে পড়িব অবশেষে।
জগতের মাঝখানে সেই সাগরের তলে
       রচিত হতেছে পলে পলে
       অনন্ত-জীবন মহাদেশ,
       কে জানে হবে কি তাহা শেষ!

,
তাই বলি, প্রাণ ওরে, গান গা পাখির মতো,
       ক্ষুদ্র ক্ষুদ্র দুঃখ শোক ভুলি--
তুই যাবি,  গান যাবে, একসাথে ভেসে যাবে
       তুই আর তোর গানগুলি।
মিশিবি সে সিন্ধুজলে অনন্তসাগরতলে,
       একসাথে শুয়ে রবি প্রাণ,
       তুই আর তোর এই গান।