মহুয়া

            রঙিন-করা।

 

চক্ষে আমার জ্বলবে আদিম

            অগ্নিশিখা,

প্রথম ধরায় সেই যে পরায়

            আলোর টিকা।

নীরবে হাসির সোনার বাঁশির ধ্বনি

করবে ঘোষণ প্রেমের উদ্‌বোধনী,

প্রাণদেবতার মন্দিরদ্বার

            যাক রে খুলে,

অঙ্গ আমার অর্ঘ্যের থাল

            অরূপ ফুলে।