মহুয়া

আগ্নেয়বাণ বনশাখাতলে

জ্বলিছে শ্যামল শীতল অনলে

               সকল তেজের বাড়া।

 

জড়দৈত্যের সাথে অনিবার

চিরসংগ্রামঘোষণা তোমার

              লিখিছ ধূলির পটে —

মনোহর রঙে লিপি ভূমিতলে

যুদ্ধের বাণী বিস্তারি চলে

              সিন্ধুর তটে তটে।

হে অজেয়, তব রণভূমি- ' পরে

সুন্দর তার উৎসব করে,

দক্ষিণবায়ু মর্মর স্বরে

               বাজায় কাড়া-নাকাড়া।