মহুয়া

বার্তা ব্যাপিল পাতায় পাতায় —

             ‘ করো ত্বরা, করো ত্বরা।

সাজাক পলাশ আরতিপাত্র

             রক্তপ্রদীপে ভরা।

দাড়িম্ববন প্রচুর পরাগে

হোক প্রগল্‌ভ রক্তিমরাগে,

মাধবিকা হোক সুরভিসোহাগে

             মধুপের মনোহরা। '

 

কে বাঁধে শিথিল বীণার তন্ত্র

              কঠোর যতন-ভরে —

ঝংকারি উঠে অপরিচিতার

             জয়সংগীতস্বরে।

নগ্ন শিমুলে কার ভাণ্ডার

রক্ত দুকূল দিল উপহার,

দ্বিধা না রহিল বকুলের আর

             রিক্ত হবার তরে।

 

দেখিতে দেখিতে কী হতে কী হল

             শূন্য কে দিল ভরি।

প্রাণবন্যায় উঠিল ফেনায়ে

              মাধুরীর মঞ্জরি।

ফাগুনের আলো সোনার কাঠিতে

কী মায়া লাগালো, তাই তো মাটিতে

নবজীবনের বিপুল ব্যথায়

             জাগে শ্যামাসুন্দরী।