চিত্রা

পলেক বিচ্ছেদে হায়

তখনি তো বুঝা যায়

      সে যে অনন্তের।

 

 

চক্ষের আড়ালে তাই

কত ভয় সংখ্যা নাই,

       সহস্র ভাবনা।

মুহূর্ত মিলন হলে

টেনে নিই বুকে কোলে,

       অতৃপ্ত কামনা।

পার্শ্বে বসে ধরি মুঠি,

শব্দমাত্রে কেঁপে উঠি,

      চাহি চারিভিতে,

অনন্তের ধনটিরে

আপনার বুক চিরে

      চাহি লুকাইতে।

 

 

হায় রে নির্বোধ নর,

কোথা তোর আছে ঘর,

       কোথা তোর স্থান।

শুধু তোর ওইটুকু

অতিশয় ক্ষুদ্র বুক

      ভয়ে কম্পমান।

ঊর্ধ্বে ওই দেখ্‌ চেয়ে

সমস্ত আকাশ ছেয়ে

      অনন্তের দেশ —

সে যখন এক ধারে

লুকায়ে রাখিবে তারে

      পাবি কি উদ্দেশ?