চিত্রা

অস্তিত্বের চক্রতলে

একবার বাঁধা প ' লে

      পায় কি নিস্তার।

 

বসিয়া আপন দ্বারে

ভালোমন্দ বলো তারে

      যাহা ইচ্ছা তাই।

অনন্ত জনমমাঝে

গেছে সে অনন্ত কাজে,

       সে আর সে নাই।

আর পরিচিত মুখে

তোমাদের দুখে সুখে

      আসিবে না ফিরে।

তবে তার কথা থাক্‌,

যে গেছে সে চলে যাক

       বিস্মৃতির তীরে।

 

জানি না কিসের তরে

যে যাহার কাজ করে

      সংসারে আসিয়া,

ভালোমন্দ শেষ করি

যায় জীর্ণ জন্মতরী

      কোথায় ভাসিয়া।

দিয়ে যায় যত যাহা

রাখো তাহা ফেলো তাহা

      যা ইচ্ছা তোমার।

সে তো নহে বেচাকেনা —

ফিরিবে না, ফেরাবে না

      জন্ম-উপহার।

 

কেন এই আনাগোনা,

কেন মিছে দেখাশোনা