মায়ার খেলা

চলে যাই।

আমি কভু ফিরে নাহি চাই।

 

অশোকের প্রবেশ

 

অশোক।     এসেছি গো এসেছি, মন দিতে এসেছি,

যারে ভালো বেসেছি!

ফুলদলে ঢাকি মন যাব রাখি চরণে —

পাছে কঠিন ধরণী পায়ে বাজে।

রেখো রেখো চরণ হৃদিমাঝে,

না হয় দলে যাবে, প্রাণ ব্যথা পাবে,

আমি তো ভেসেছি, অকূলে ভেসেছি।

প্রমদা।     ওকে বলো, সখী বলো, কেন মিছে করে ছল —

মিছে হাসি কেন, সখী, মিছে আঁখিজল!

জানি নে প্রেমের ধারা, ভয়ে তাই হই সারা,

কে জানে কোথায় সুধা কোথা হলাহল।

সখীগণ।    কাঁদিতে জানে না এরা, কাঁদাইতে জানে কল,

মুখের বচন শুনি মিছে কী হইবে ফল!

প্রেম নিয়ে শুধু খেলা, প্রাণ নিয়ে হেলাফেলা,

ফিরে যাই এই বেলা, চলো সখী, চলো!

[ প্রস্থান

মায়াকুমারীগণ।   প্রেমের ফাঁদ পাতা ভুবনে,

কে কোথা ধরা পড়ে, কে জানে।

গরব সব হায় কখন টুটে যায়,

সলিল বহে যায় নয়নে।

এ সুখধরণীতে, কেবলি চাহ নিতে —

জান না হবে দিতে আপনা,

সুখের ছায়া ফেলি, কখন যাবে চলি,

বরিবে সাধ করি বেদনা।

কখন বাজে বাঁশি, গরব যায় ভাসি —

পরান পড়ে আসি বাঁধনে।