খেয়া

       নব নব ভাগ্য আমায় ডাকে,

       হঠাৎ যেন দেখতে পাব কাকে,

               শুনতে যেন পাব নূতন সুর।

       তার পরে তো অনেক বেলা হল,

               পেরিয়ে চলে এলেম বহু দূর।

 

       অনেক দেখে ক্লান্ত এখন প্রাণ,

               ছেড়েছি সব অকস্মাতের আশা।

       এখন কেবল একটি পেলেই বাঁচি,

       এসেছি তাই ঘাটের কাছাকাছি—

       এখন শুধু আকুল মনে যাচি

               তোমার পারে খেয়ার তরী ভাসা।

       জেনেছি আজ চলেছি কার লাগি

               ছেড়েছি সব অকস্মাতের আশা।