খেয়া

      চঞ্চল কম্পনে

      কঙ্কণকিঙ্কিণী।

 

আজকে তুমি আপনাকে

      আধেক আড়াল ক’রে

      দাঁড়িয়ে ঘরের কোণে

দেখতেছ এই জগৎটাকে

      কী যে মায়ায় ভ’রে,

      তাহাই ভাবি মনে।

অর্থবিহীন খেলার মতো

      তোমার পথের মাঝে

      চলছে যাওয়া - আসা,

উঠে ফুটে মিলায় কত

      ক্ষুদ্র দিনের কাজে

      ক্ষুদ্র কাঁদা - হাসা।