খেয়া

        এ কি     শুধু জল নিয়ে আসা।

           এই আনাগোনা কিসের লাগি যে

                কী কব, কী আছে ভাষা!

            কত - না দিনের আঁধারে আলোতে

           বহিয়া এনেছি এই বাঁকা পথে

                কত কাঁদা কত হাসা।

        এ কি    শুধু জল নিয়ে আসা।

 

        আমি      ডরি নাই ঝড়জল,

           উড়েছে আকাশে উতলা বাতাসে

                উদ্দাম অঞ্চল।

           বেণুশাখা-’পরে বারি ঝরঝরে,

           এ কূলে ও কূলে কালো ছায়া পড়ে,

                পথঘাট পিচ্ছল।

        আমি      ডরি নাই ঝড়জল।

 

        আমি      গিয়েছি আঁধার সাঁজে।

           শিহরি শিহরি উঠে পল্লব

                নির্জন বনমাঝে।

           বাতাস থমকে, জোনাকি চমকে

           ঝিল্লির সাথে ঝমকে ঝমকে

                চরণে ভূষণ বাজে।

        আমি      গিয়েছি আঁধার সাঁজে।

 

        যবে       বুকে ভরি উঠে ব্যথা,

               ঘরের ভিতরে না দেয় থাকিতে

                   অকারণ আকুলতা।

               আপনার মনে একা পথে চলি,

               কাঁখের কলসী বলে ছলছলি

                   জলভরা কলকথা—

        যবে        বুকে ভরি উঠে ব্যথা।

 

        ওগো       দিনে কতবার করে