ক্ষণিকা

           হাসে চোখের ' পরে।

                   সর্বশেষের গানটি আমার

                          আছে তোমার তরে।

 

তোমার নাহি শীত বসন্ত,

            জরা কি যৌবন—

সর্বঋতু সর্বকালে

            তোমার সিংহাসন।

নিবে নাকো প্রদীপ তব,

পুষ্প তোমার নিত্য নব,

অচলা শ্রী তোমায় ঘে রি

      চির বিরাজ করে।                     

              সর্বশেষের গানটি আমার

                      আছে তোমার তরে।

 

নদীর মতো এসেছিলে

      গিরিশিখর হতে,

নদীর মতো সাগর - পানে

      চল অবাধ স্রোতে।

একটি গৃহে পড়ছে লেখা

সেই প্রবাহের গভীর রেখা,

দীপ্ত শিরে পুণ্যশীতল

       তীর্থসলিল ঝরে।

          সর্বশেষের গানটি আমার

                আছে তোমার তরে।

 

তোমার শান্তি পান্থজনে

         ডাকে গৃহের পানে,

তোমার প্রীতি ছিন্ন জীবন

          গেঁথে গেঁথে আনে।

আমার কাব্যকুঞ্জবনে

কত অধীর সমীরণে