ক্ষণিকা

নূপুরের মতো বেজেছি চরণে

                        চরণে।

            আঘাত করিয়া ফিরেছি দুয়ারে দুয়ারে,

            সাধিয়া মরেছি ইঁহারে তাঁহারে উঁহারে—

            অশ্রু গাঁথিয়া রচিয়াছি কত মালিকা,      

                 রাঙিয়াছি তাহা হৃদয় - শোণিত—

                                 বরনে।

                  মন - দে'য়া - নে'য়া অনেক করেছি,

                        মরেছি হাজার মরণে

                 নূপুরের মতো বেজেছি চরণে

                                 চরণে।

 

এতদিন পরে ছুটি আজ ছুটি,

            মন ফেলে তাই ছুটেছি ;

তাড়াতাড়ি ক'রে খেলাঘরে এসে

                        জুটেছি।

            বুকভাঙা বোঝা নেব না রে আর তুলিয়া,

            ভুলিবার যাহা একেবারে যাব ভুলিয়া—

যাঁর বেড়ি তাঁরে ভাঙা বেড়িগুলি ফিরায়ে

     বহুদিন পরে মাথা তুলে আজ

                             উঠেছি।

     এতদিন পরে ছুটি আজ ছুটি,

            মন ফেলে তাই ছুটেছি।

     তাড়াতাড়ি ক'রে খেলাঘরে এসে

                             জুটেছি।

 

কত ফুল নিয়ে আসে বসন্ত

            আগে পড়িত না নয়নে—

তখন কেবল ব্যস্ত ছিলাম

                  চয়নে।

         মধুকরসম ছিনু সঞ্চয়প্রয়াসী ;

         কুসুমকান্তি দেখি নাই, মধু - পিয়াসী—