ক্ষণিকা

                 তখন পথে লোক ছিল না,

                      ক্লান্ত কাতর গ্রাম।

 

ঘরে ঘরে দুয়ার দেওয়া,

            আমি ছিলেম জেগে—

আবাঁধা চুল উড়তে ছিল

            উদাস হাওয়া লেগে।

তটতরুর ছায়ার তলে

ঢেউ ছিল না নদীর জলে,

তপ্ত আকাশ এলিয়ে ছিল

            শুভ্র অলস মেঘে।

             ঘরে ঘরে দুয়ার দেওয়া,

                       আমি ছিলেম জেগে।

 

তুমি যখন চলে গেলে

            তখন দুই - পহর,

শুষ্ক পথে দগ্ধ মাঠে

            রৌদ্র খরতর।

নিবিড় - ছায়া বটের শাখে

কপোত দুটি কেবল ডাকে

একলা আমি বাতায়নে—

            শূন্য শয়ন - ঘর।

                তুমি যখন গেলে তখন

                    বেলা দুই - পহর।