ক্ষণিকা

            আমের বোলে ভরে আমের বন,

তাদের খেতে যখন তিসি ধরে

            মোদের খেতে তখন ফোটে শণ।

তাদের ছাদে যখন ওঠে তারা    

            আমার ছাদে দখিন হাওয়া ছোটে।

তাদের বনে ঝরে শ্রাবণধারা,

            আমার বনে কদম ফুটে ওঠে।

 
                  আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা,

                  আমাদের এই নদীর নামটি অঞ্জনা,

                  আমার নাম তো জানে গাঁয়ের পাঁচ জনে—

                  আমাদের সেই তাহার নামটি রঞ্জনা।