Published on রবীন্দ্র রচনাবলী (https://rabindra-rachanabali.nltr.org)


মায়ার খেলা - তৃতীয় দৃশ্য, ৭
মায়ার খেলা

                কত ফুল ফুটে উঠে,   কত ফুল যায় টুটে,

                          আমি শুধু বহে চলে যাই॥

                পরশ পুলকরশ - ভরা   রেখে যাই, নাহি দিই ধরা।

                উড়ে আসে ফুলবাস,   লতাপাতা ফেলে শ্বাস,

                        বনে বনে উঠে হা - হুতাশ–

                চকিতে শুনিতে শুধু পাই– চলে যাই।

                        আমি কভু ফিরে নাহি চাই॥ স্বরলিপি [1]

 

                       অশোকের প্রবেশ

 

    অশোক।   এসেছি গো এসেছি,   মন দিতে এসেছি–

                        যারে ভালো বেসেছি!

            ফুলদলে ঢাকি মন যাব রাখি চরণে

            পাছে   কঠিন ধরণী পায় বাজে–

            রেখো রেখো চরণ হৃদিমাঝে–

            নাহয় দলে যাবে, প্রাণ ব্যথা পাবে–

            আমি তো ভেসেছি,   অকূলে ভেসেছি॥ স্বরলিপি [2]

     প্রমদা।   ওকে বলো, সখী, বলো,   কেন মিছে করে ছল–

            মিছে হাসি কেন সখী,   মিছে আঁখিজল!

            জানি নে প্রেমের ধারা,   ভয়ে তাই হই সারা–

            কে জানে কোথায় সুধা,   কোথা হলাহল।

    সখীগণ।   কাঁদিতে জানে না এরা,   কাঁদাইতে জানে কল–

            মুখের বচন শুনে   মিছে কী হইবে ফল।

            প্রেম নিয়ে শুধু খেলা,   প্রাণ নিয়ে হেলাফেলা–

            ফিরে যাই এই বেলা   চলো সখী, চলো॥ স্বরলিপি [3]

 

                        প্রস্থান

 

  মায়াকুমারীগণ।  প্রেমের ফাঁদ পাতা   ভুবনে–

            কে কোথা ধরা পড়ে কে জানে।

            গরব সব হায়   কখন টুটে যায়,

            সলিল বহে যায়   নয়নে।


Links:
[1] https://rabindra-rachanabali.nltr.org/16053%3Fgaan%3D48_12.xml
[2] https://rabindra-rachanabali.nltr.org/16053%3Fgaan%3D48_13.xml
[3] https://rabindra-rachanabali.nltr.org/16053%3Fgaan%3D48_14.xml