Published on রবীন্দ্র রচনাবলী (https://rabindra-rachanabali.nltr.org)
বাল্মীকিপ্রতিভা ষষ্ঠ দৃশ্য,১৭
বাল্মীকিপ্রতিভা
কে রেখেছে আঁকিয়ে আ মরি কমলপুতলা॥ স্বরলিপি [1]
ব্যাধগণের প্রস্থান
বনদেবীগণের প্রবেশ
বনদেবী। নমি নমি, ভারতী, তব কমলচরণে।
পুণ্য হল বনভূমি, ধন্য হল প্রাণ।
বাল্মীকি। পূর্ণ হল বাসনা, দেবী কমলাসনা–
ধন্য হল দস্যুপতি, গলিল পাষাণ।
বনদেবী। কঠিন ধরাভূমি এ, কমলালয়া তুমি যে–
হৃদয়কমলে চরণকমল করো দান।
বাল্মীকি। তব কমলপরিমলে রাখো হৃদি ভরিয়ে–
চিরদিবস করিব তব চরণসুধাপান॥ স্বরলিপি [2]
দেবীগণের অন্তর্ধান
কালী - প্রতিমার প্রতি
শ্যামা, এবার ছেড়ে চলেছি মা!
পাষাণের মেয়ে পাষাণী তুই, না বুঝে মা বলেছি মা!
এত দিন কী ছল করে তুই পাষাণ করে রেখেছিলি–
আজ আপন মায়ের দেখা পেয়ে নয়ন - জলে গলেছি মা!
কালো দেখে ভুলি নে আর, আলো দেখে ভুলেছে মন–
আমায় তুমি ছলেছিলে, এবার আমি তোমায় ছলেছি মা!
মায়ার মায়া কাটিয়ে এবার মায়ের কোলে চলেছি মা॥ স্বরলিপি [3]
সব আশা নিভিল, দশ দিশি অন্ধকার।
সবে গেছে চলে ত্যেজিয়ে আমারে,
তুমিও কি তেয়াগিলে॥ স্বরলিপি [4]
ব্যাধগণের প্রস্থান
বনদেবীগণের প্রবেশ
বনদেবী। নমি নমি, ভারতী, তব কমলচরণে।
পুণ্য হল বনভূমি, ধন্য হল প্রাণ।
বাল্মীকি। পূর্ণ হল বাসনা, দেবী কমলাসনা–
ধন্য হল দস্যুপতি, গলিল পাষাণ।
বনদেবী। কঠিন ধরাভূমি এ, কমলালয়া তুমি যে–
হৃদয়কমলে চরণকমল করো দান।
বাল্মীকি। তব কমলপরিমলে রাখো হৃদি ভরিয়ে–
চিরদিবস করিব তব চরণসুধাপান॥ স্বরলিপি [2]
দেবীগণের অন্তর্ধান
কালী - প্রতিমার প্রতি
শ্যামা, এবার ছেড়ে চলেছি মা!
পাষাণের মেয়ে পাষাণী তুই, না বুঝে মা বলেছি মা!
এত দিন কী ছল করে তুই পাষাণ করে রেখেছিলি–
আজ আপন মায়ের দেখা পেয়ে নয়ন - জলে গলেছি মা!
কালো দেখে ভুলি নে আর, আলো দেখে ভুলেছে মন–
আমায় তুমি ছলেছিলে, এবার আমি তোমায় ছলেছি মা!
মায়ার মায়া কাটিয়ে এবার মায়ের কোলে চলেছি মা॥ স্বরলিপি [3]
ষষ্ঠ দৃশ্য
বাল্মীকি।
কোথা লুকাইলে! সব আশা নিভিল, দশ দিশি অন্ধকার।
সবে গেছে চলে ত্যেজিয়ে আমারে,
তুমিও কি তেয়াগিলে॥ স্বরলিপি [4]
Links:
[1] https://rabindra-rachanabali.nltr.org/16053%3Fgaan%3D49_46.xml
[2] https://rabindra-rachanabali.nltr.org/16053%3Fgaan%3D49_47.xml
[3] https://rabindra-rachanabali.nltr.org/16053%3Fgaan%3D49_48.xml
[4] https://rabindra-rachanabali.nltr.org/16053%3Fgaan%3D49_49.xml