খেলিবে সকালে আজ বলেছিল সে,
তবু কেন এখনো না এল।
বনে বনে ফিরি ‘ভাই ভাই' করিয়ে,
কেন গো সাড়া পাই নে॥ স্বরলিপি [1]
অন্ধ। কে জানে কোথা সে!
প্রহর গণিয়া গণিয়া বিরলে
তারি লাগি ব'সে আছি
একা হেথা কুটীরদুয়ারে–
বাছা রে, এলি নে।
ত্বরা আয়, ত্বরা আয়, আয় রে,
জল আনিয়ে কাজ নাই–
তুই যে আমার পিপাসার জল।
কেন রে জাগিছে মনে ভয়!
কেন আজি তোরে হারাই - হারাই
মনে হয় কে জানে॥ স্বরলিপি [2]
অন্ধ। এতক্ষণে বুঝি এলি রে!
হৃদিমাঝে আয় রে, বাছা রে!
কোথা ছিলি বনে এ ঘোর রাতে
এ দুর্যোগে, অন্ধ পিতারে ভুলি।
আছি সারানিশি হায় রে
পথ চাহিয়ে, আছি তৃষায় কাতর –
দে মুখে বারি! কাছে আয় রে॥ স্বরলিপি [3]
দশরথ। অজ্ঞানে করো হে ক্ষমা তাত , ধরি চরণে।
কেমনে কহিব শিহরি আতঙ্কে।
Links:
[1] https://rabindra-rachanabali.nltr.org/16053%3Fgaan%3D29_30.xml
[2] https://rabindra-rachanabali.nltr.org/16053%3Fgaan%3D29_31.xml
[3] https://rabindra-rachanabali.nltr.org/16053%3Fgaan%3D29_32.xml