Published on রবীন্দ্র রচনাবলী (https://rabindra-rachanabali.nltr.org)


কালমৃগয়া - ষষ্ঠ দৃশ্য, ১৩
কালমৃগয়া

                   ফল মূল তুলে আনি–

                   করি সামবেদ গান।

                  জন্মান্ধ জনক মম

                 তৃষায় কাতর হয়ে

                 রয়েছেন পথ চেয়ে–

                 কখন যাব বারি লয়ে।

                 মরণান্তে নিয়ে যেয়ো,

                 এ দেহ তাঁর কোলে দিয়ো–

                 দেখো , দেখো, ভুলো নাকো,

                 কোরো তাঁরে বারি দান।

                 মার্জনা করিবেন পিতা–

                       তাঁর যে দয়ার প্রাণ॥ স্বরলিপি [1]


মৃত্যু
ষষ্ঠ দৃশ্য
কুটীর
অন্ধ ঋষি

আমার প্রাণ যে ব্যাকুল হয়েছে,

হা তাত, একবার আয় রে।

ঘোরা রজনী, একাকী,

কোথা রহিলে এ সময়ে!

প্রাণ যে চমকে মেঘগরজনে,

কী হবে কে জানে॥ স্বরলিপি [2]


লীলার প্রবেশ

                              লীলা।    বলো বলো, পিতা, কোথা সে গিয়েছে।

                                         কোথা সে ভাইটি মম কোন্‌ কাননে,

                                                কেন তাহারে নাহি হেরি!


Links:
[1] https://rabindra-rachanabali.nltr.org/16053%3Fgaan%3D29_28.xml
[2] https://rabindra-rachanabali.nltr.org/16053%3Fgaan%3D29_29.xml