Published on
রবীন্দ্র রচনাবলী
(
https://rabindra-rachanabali.nltr.org
)
সঞ্চয় - উৎসর্গ
উৎসর্গ
শ্রীযুক্ত ডাক্তার ব্রজেন্দ্রনাথ শীল
মহাশয়ের নামে এই গ্রন্থ উৎসর্গ করিয়া
তাঁহার প্রতি আমার হৃদয়ের
গভীর শ্রদ্ধা নিবেদন
করিলাম।