সাবধান , ধরো বাণ–
সাবধান , ছাড়ো বাণ।
দুই - তিন জন। গেল, গেল, ওই ওই পালায় পালায়।
চল্ চল্–
ছোট্ রে পিছে, আয় রে ত্বরা যাই॥ স্বরলিপি [1]
বিদূষক। প্রাণ নিয়ে তো সটকেছি রে,
ওরে বরা, করবি এখন কী!
বাবা রে!
আমি চুপ ক'রে এই
আমড়াতলায় লুকিয়ে থাকি।
এই মরদের মুরোদখানা,
দেখেও কি রে ভড়কালি না!
বাহবা, সাবাস্ তোরে–
সাবাস্ রে তোর ভরসা দেখি।
গরিব ব্রাহ্মণের ছেলে
ব্রাহ্মণীরে ঘরে ফেলে
কোথা এলেম এ ঘোর বনে–
মনে আশা ছিল মস্ত
চলবে ভালো দক্ষিণ হস্ত,
হা রে রে পোড়া কপাল,
তাও যে দেখি কেবল ফাঁকি॥ স্বরলিপি [2]
শিকারীগণ। ঠাকুরমশয়, দেরি না সয়,
তোমার আশায় সবাই ব'সে
শিকারেতে হবে যেতে
মিহি কোমর বাঁধো ক'ষে।
Links:
[1] https://rabindra-rachanabali.nltr.org/16053%3Fgaan%3D29_19.xml
[2] https://rabindra-rachanabali.nltr.org/16053%3Fgaan%3D29_20.xml