Published on রবীন্দ্র রচনাবলী (https://rabindra-rachanabali.nltr.org)
চিঠিপত্র ৩, ৩
চিঠিপত্র ৩
এ-সকল কথা তোমাদের বয়সে আমরা বুঝিতে পারিতাম না ইহা স্বীকার করিতে হয়। কিন্তু তোমরা অনেক কূট-কচালে কথা বুঝিতে পারো বলিয়াই এতখানি বকিলাম।
আশীর্বাদক
শ্রীষষ্ঠীচরণ দেবশর্মণঃ