Published on রবীন্দ্র রচনাবলী (https://rabindra-rachanabali.nltr.org)
ছেলেভুলানো ছড়া : ২,১৭
ছেলেভুলানো ছড়া : ২
৫৫
আতা গাছে তোতা পাখি, দালিম গাছে মউ।
কথা কও না কেন বউ?—
কথা কব কী ছলে?
কথা কইতে গা জ্বলে॥
আতা গাছে তোতা পাখি, দালিম গাছে মউ।
কথা কও না কেন বউ?—
কথা কব কী ছলে?
কথা কইতে গা জ্বলে॥
৫৬
ও পারে তিল গাছটি
তিল ঝুর ঝুর করে।
তারি তলায় মা আমার
লক্ষ্মী প্রদীপ জ্বালে॥
মা আমার জটাধারী
ঘর নিকুচ্ছেন।
বাবা আমার বুড়োশিব
নৌকা সাজাচ্ছেন॥
ভাই আমার রাজ্যেশ্বর
ঘড়া ডুবাচ্ছেন।
ঐ আসছে প্যাখ্না বিবি
প্যাক্ প্যাক্ প্যাক্
ও দাদা দেখ্ দেখ্ দেখ্॥
৫৭
খোকো আমার ধন ছেলে
পথে বসে বসে কান্ছিলে॥
রাঙা গায়ে ধুলো মাখছিলে
মা ব’লে ধন ডাকছিলে॥
৫৮
খোকা খোকা ডাক পাড়ি।
খোকা গিয়েছে কার বাড়ি॥
আন্ গো তোরা লাল ছড়ি।
খোকাকে মেরে খুন করি॥