Published on রবীন্দ্র রচনাবলী (https://rabindra-rachanabali.nltr.org)
পথ ও পাথেয়- ১৫
পথ ও পাথেয়
তিনিই সমস্ত লোকের বিধৃতি, তিনিই সমস্ত বিচ্ছেদের সেতু এবং তাঁহাকেই বলা হইয়াছে–
তস্য হবা এতস্য ব্রহ্মণোনাম সত্যম্–
সেই যে ব্রহ্ম, নিখিলের সমস্ত প্রভেদের মধ্যে ঐক্যরক্ষার যিনি সেতু ইঁহারই নাম সত্য।