Published on রবীন্দ্র রচনাবলী (https://rabindra-rachanabali.nltr.org)
অরূপরতন - প্রস্তাবনা ২
অরূপরতন
প্রস্তাবনা
গান
চোখ যে ওদের ছুটে চলে গো —
ধনের বাটে মানের বাটে রূপের হাটে
দলে দলে গো॥
দেখবে বলে করেছে পণ,
দেখবে কারে জানে না মন,
প্রেমের দেখা দেখে যখন
চোখ ভেসে যায় চোখের জলে গো॥
আমায় তোরা ডাকিস না রে,
আমি যাব খেয়ার ঘাটে অরূপ রসের পারাবারে।
উদাস হাওয়া লাগে পালে,
পারের পানে যাবার কালে
চোখ দুটোরে ডুবিয়ে যাব
অকূল সুধা-সাগর তলে গো॥