Published on রবীন্দ্র রচনাবলী (https://rabindra-rachanabali.nltr.org)
রাজা ও রানী - পঞ্চম অঙ্ক - নবম দৃশ্য, ১০৩
রাজা ও রানী
ধিক্ এই সিংহাসন।
[ সিংহাসনে পদাঘাত
রেবতীর প্রবেশ
রাক্ষসী, পিশাচী
দূর হ, দূর হ — আমারে দিস নে দেখা
পাপীয়সী!
রেবতী। এ রোষ রবে না চিরদিন।
[ প্রস্থান
নতজানু
বিক্রমদেব। দেবী, যোগ্য নহি আমি তোমার প্রেমের,
তাই ব'লে মার্জনাও করিলে না? রেখে
গেলে চির-অপরাধী করে? ইহজন্ম
নিত্য অশ্রুজলে লইতাম ভিক্ষা মাগি
ক্ষমা তব ; তাহারও দিলে না অবকাশ?
দেবতার মতো তুমি নিশ্চল নিষ্ঠুর,
অমোঘ তোমার দণ্ড, কঠিন বিধান!