Published on রবীন্দ্র রচনাবলী (https://rabindra-rachanabali.nltr.org)
রাজা ও রানী - পঞ্চম অঙ্ক - নবম দৃশ্য, ১০২
রাজা ও রানী
মূল্য দিয়ে চেয়েছিলে কিনিবারে যারে,
লহো মহারাজ, ধরণীর রাজবংশে
শ্রেষ্ঠ সেই শির। আতিথ্যের উপহার
আপনি ভেটিলা যুবরাজ। পূর্ণ তব
মনস্কাম, এবে শান্তি হোক, শান্তি হোক
এ জগতে, নিবে যাক নারকাগ্নিরাশি—
সুখী হও তুমি।
ঊর্ধ্বস্বরে
মাগো জগৎ জননী,
দয়াময়ী, স্থান দাও কোলে।
[ পতন ও মৃত্যু
ছুটিয়া ইলার প্রবেশ
ইলা। এ কী! এ কী!
মহারাজ, কুমার আমার —
[মূর্ছা
অগ্রসর হইয়া
শংকর। প্রভু, স্বামী,
বৎস, প্রাণাধিক, বৃদ্ধের জীবনধন,
এই ভালো, এই ভালো! মুকুট পরেছ
তুমি, এসেছ রাজার মতো আপনার
সিংহাসনে। মৃত্যুর অমর রশ্মিরেখা
উজ্জ্বল করেছে তব ভাল। এতদিন
এ বৃদ্ধেরে রেখেছিল বিধি, আজি তব
এ মহিমা দেখাবার তরে। গেছ তুমি
পুণ্যধামে — ভৃত্য আমি চিরজনমের
আমিও যাইব সাথে।
মাথা হইতে মুকুট ভূমে ফেলিয়া
চন্দ্রসেন। ধিক্ এ মুকুট।