Published on রবীন্দ্র রচনাবলী (https://rabindra-rachanabali.nltr.org)
বাংলা কৃৎ ও তদ্ধিত,৮
বাংলা কৃৎ ও তদ্ধিত
হাতসই মাপসই প্রমাণসই মানানসই ট্যাঁকসই।
পনা
বুড়াপনা ন্যাকাপনা ছিব্লেপনা গিন্নিপনা।
ওলা বা ওয়ালা
কাপড়ওয়ালা ছাতাওয়ালা ইত্যাদি।
তর
এমনতর যেমনতর কেমনতর
অৎ
মানৎ বসৎ ঘুরৎ ফেরৎ গলৎ (গলদ)।
ধ্বন্যাত্মক শব্দের উত্তর অৎ প্রত্যয়ে দ্রুতবেগ বুঝায় : সড়াৎ ফুড়ৎ পটাৎ খটাৎ।
অৎ+আ
ধর্তা ফেরতা পড়্তা জান্তা (সবজান্তা)।
তা
বিশিষ্ট অর্থে, যথা : পান্তা নোন্তা তল্তা (তরল্তা,তরল বাঁশ)। আওতা নাম্তা শব্দের বুৎপত্তি বুঝা যায় না।
অৎ+ই
ফির্তি চল্তি উঠ্তি বাড়্তি পড়্তি চুক্তি ঘাঁট্তি গুন্তি।
অৎ+আ+ই
খোল্ তাই ধর্ তাই।
অন্ত
জিয়ন্ত ফুটন্ত চলন্ত।
মন্ত
লক্ষ্মীকান্ত বুদ্ধিমন্ত আক্কেলমন্তা
অন্ দা(?)
বাসন্দা (অধিবাসী) মাকন্দা (গুম্ফশ্মশ্রুবিহীন)। বলা উচিত এ-প্রত্যয়টির প্রতি আমার বিশেষ আস্থা নাই।
ট
চাপট্ (চৌচাপট্) সাপট্ ঝাপট্ দাপট্।
ট্+ই
চিম্টি।
ট্ট
ভরট্ট (নদীভরট্ট, খালভরট্ট জমি)।
আ+ট্
জমাট্ ভরাট্ ঘেরাট্।