Published on রবীন্দ্র রচনাবলী (https://rabindra-rachanabali.nltr.org)
স্বরবর্ণ এ,৩
স্বরবর্ণ এ
বেচিয়া ব্যাচা
মিলিয়া মেলা
ঠেলিয়া ঠ্যালা
লিখিয়া লেখা
দেখিয়া দ্যাখা
হেলিয়া হ্যালা
গিলিয়া গেলা
মিলিয়া মেলা
ঠেলিয়া ঠ্যালা
লিখিয়া লেখা
দেখিয়া দ্যাখা
হেলিয়া হ্যালা
গিলিয়া গেলা
এ নিয়মের কোথাও ব্যতিক্রম পাওয়া যাইবে না।
মোটের উপর ইহা বলা যায় যে, এ হইতে একেবারে আ উচ্চারণে যাওয়া রসনার পক্ষে কিঞ্চিৎ আয়াসসাধ্য, আ হইতে এ উচ্চারণে গড়াইয়া পড়া সহজ। এইজন্য আমাদের অঞ্চলে আ কারের পূর্ববর্তী একার প্রায়ই অ্যা নামক সন্ধিস্বরকে আপন আসন ছাড়িয়া দিয়া রসনার শ্রমলাঘব করে।