Published on রবীন্দ্র রচনাবলী (https://rabindra-rachanabali.nltr.org)
ভগ্নহৃদয় - ষষ্ঠ সর্গ, ৫৪
ভগ্নহৃদয়
আমি কে সামান্য নারী?— কি দুঃখ আমার!
তুমি যদি সুখী হও কি দুঃখ আমার!
ও চাঁদের কলঙ্কও হতে নাহি পারি
এত ক্ষুদ্র হতে ক্ষুদ্র তুচ্ছ আমি নারী!
তুমি যদি সুখী হও কি দুঃখ আমার!
ও চাঁদের কলঙ্কও হতে নাহি পারি
এত ক্ষুদ্র হতে ক্ষুদ্র তুচ্ছ আমি নারী!
চপলার প্রবেশ ও গান
সখি, ভাবনা কাহারে বলে?
সখি, যাতনা কাহারে বলে?
তোমরা যে বলো দিবস রজনী
ভালোবাসা ভালোবাসা,
সখি, ভালাবাসা কারে কয়?
সে কি কেবলি যাতনাময়?
তাহে কেবলি চোখের জল?
তাহে কেবলি দুখের শ্বাস?
লোকে তবে করে কি সুখের তরে
এমন দুখের আশ?
জীবনের খেলা খেলিছে বিধাতা,
আমরা তাহার খেলেনা—
আমাদের কিবা সুখ!
সখি, আমাদের কিবা দুখ!
সখি, আমাদের কিবা যাতনা!
তোমাদের চোখে হেরিলে সলিল
ব্যথা বড়ো বাজে বুকে—
তবু তো, সজনি, বুঝিতে পারি নে
কাঁদ যে কিসের দুখে।
আমার চোখেতে সকলি শোভন—
সখি, যাতনা কাহারে বলে?
তোমরা যে বলো দিবস রজনী
ভালোবাসা ভালোবাসা,
সখি, ভালাবাসা কারে কয়?
সে কি কেবলি যাতনাময়?
তাহে কেবলি চোখের জল?
তাহে কেবলি দুখের শ্বাস?
লোকে তবে করে কি সুখের তরে
এমন দুখের আশ?
জীবনের খেলা খেলিছে বিধাতা,
আমরা তাহার খেলেনা—
আমাদের কিবা সুখ!
সখি, আমাদের কিবা দুখ!
সখি, আমাদের কিবা যাতনা!
তোমাদের চোখে হেরিলে সলিল
ব্যথা বড়ো বাজে বুকে—
তবু তো, সজনি, বুঝিতে পারি নে
কাঁদ যে কিসের দুখে।
আমার চোখেতে সকলি শোভন—
সকলি নবীন— সকলি বিমল—
সুনীল আকাশ, শ্যামল কানন,
বিশদ জোছনা, কুসুম কোমল,
সকলি আমারি মত!
কেবলি হাসে, কেবলি গায়,
সুনীল আকাশ, শ্যামল কানন,
বিশদ জোছনা, কুসুম কোমল,
সকলি আমারি মত!
কেবলি হাসে, কেবলি গায়,