Published on রবীন্দ্র রচনাবলী (https://rabindra-rachanabali.nltr.org)


প্রেম ও প্রকৃতি, ৬০
প্রেম ও প্রকৃতি
৬০
      আমাকে যে বাঁধবে ধরে, এই হবে যার সাধন–
            সে কি   অমনি হবে।
      আমার কাছে পড়লে বাঁধা সেই হবে মোর বাঁধন–
            সে কি   অমনি হবে॥
      কে আমারে ভরসা করে আনতে আপন বশে–
            সে কি   অমনি হবে।
      আপনাকে সে করুক-না বশ, মজুক প্রেমের রসে–
            সে কি   অমনি হবে।
      আমাকে যে কাঁদাবে তার ভাগ্যে আছে কাঁদন–
            সে কি   অমনি হবে॥