Published on রবীন্দ্র রচনাবলী (https://rabindra-rachanabali.nltr.org)


প্রেম ও প্রকৃতি, ৫৪
প্রেম ও প্রকৃতি
৫৪
        আজি    মোর দ্বারে কাহার মুখ হেরেছি॥
          জাগি উঠে প্রাণে গান কত যে।
            গাহিবারে সুর ভুলে গেছি রে॥