Published on রবীন্দ্র রচনাবলী (https://rabindra-rachanabali.nltr.org)


প্রেম ও প্রকৃতি, ৩৭
প্রেম ও প্রকৃতি
৩৭
          সকলই ফুরাইল।   যামিনী পোহাইল।
              যে যেখানে সবে চলে গেল॥
          রজনীতে হাসিখুশি,    হরষপ্রমোদরাশি–
          নিশিশেষে আকুলমনে   চোখের জলে
                সকলে   বিদায় হল॥