Published on রবীন্দ্র রচনাবলী (https://rabindra-rachanabali.nltr.org)


নাট্যগীতি,১২৬
নাট্যগীতি
১২৬
                         ইচ্ছে! –ইচ্ছে!
                 সেই তো ভাঙছে, সেই তো গড়ছে,
                      সেই তো দিচ্ছে নিচ্ছে॥
         সেই তো আঘাত করছে তলায়,   সেই তো বাঁধন ছিঁড়ে পালায়–
                 বাঁধন পরতে সেই তো আবার ফিরছে॥