Published on রবীন্দ্র রচনাবলী (https://rabindra-rachanabali.nltr.org)


নাট্যগীতি,১০৫
নাট্যগীতি
১০৫
             নূতন পথের পথিক হয়ে   আসে, পুরাতন সাথি,
             মিলন-উষায় ঘোমটা খসায়    চিরবিরহের রাতি।
             যারে     বারে বারে হারিয়ে মেলে
                      আজ প্রাতে তার দেখা পেলে
              নূতন করে পায়ের তলে দেব হৃদয় পাতি॥