Published on রবীন্দ্র রচনাবলী (https://rabindra-rachanabali.nltr.org)
নাট্যগীতি,১০১
নাট্যগীতি
১০১
ও তো আর ফিরবে না রে, ফিরবে না আর, ফিরবে না রে।
ঝড়ের মুখে ভাসল তরী–
কূলে ভিড়বে না রে॥
কোন্ পাগলে নিল ডেকে,
কাঁদন গেল পিছে রেখে–
ওকে তোর বাহুর বাঁধন ঘিরবে না রে ॥
ঝড়ের মুখে ভাসল তরী–
কূলে ভিড়বে না রে॥
কোন্ পাগলে নিল ডেকে,
কাঁদন গেল পিছে রেখে–
ওকে তোর বাহুর বাঁধন ঘিরবে না রে ॥