Published on রবীন্দ্র রচনাবলী (https://rabindra-rachanabali.nltr.org)


নাট্যগীতি,৯৯
নাট্যগীতি
৯৯
               বঁধুর লাগি কেশে আমি পরব এমন ফুল
               স্বর্গে মর্তে তিন ভুবনে নাইকো যাহার মূল।
          বাঁশির ধ্বনি  হাওয়ায় ভাসে,   সবার কানে বাজবে না সে–
               দেখ্‌ লো চেয়ে যমুনা ওই ভাসিয়ে গেল কূল ॥