Published on রবীন্দ্র রচনাবলী (https://rabindra-rachanabali.nltr.org)
নাট্যগীতি,৮৬
নাট্যগীতি
৮৬
বঁধুয়া, অসময়ে কেন হে প্রকাশ।
সকলই যে স্বপ্ন ব’লে হতেছে বিশ্বাস॥
তুমি গগনেরই তারা মর্তে এলে পথহারা–
এলে ভুলে অশ্রুজলে আনন্দেরই হাস॥
সকলই যে স্বপ্ন ব’লে হতেছে বিশ্বাস॥
তুমি গগনেরই তারা মর্তে এলে পথহারা–
এলে ভুলে অশ্রুজলে আনন্দেরই হাস॥