Published on রবীন্দ্র রচনাবলী (https://rabindra-rachanabali.nltr.org)
নাট্যগীতি,৭৫
নাট্যগীতি
৭৫
পোড়া মনে শুধু পোড়া মুখখানি জাগে রে।
এত আছে লোক, তবু পোড়া চোখে
আর কেহ নাহি লাগে রে॥
এত আছে লোক, তবু পোড়া চোখে
আর কেহ নাহি লাগে রে॥