Published on রবীন্দ্র রচনাবলী (https://rabindra-rachanabali.nltr.org)
বিচিত্র, ১২৪
বিচিত্র
১২৪
ওগো ভাগ্যদেবী পিতামহী, মিটল আমার আশ–
এখন তবে আজ্ঞা করো, বিদায় হবে দাস॥
জীবনের এই বাসররাতি পোহায় বুঝি, নেবে বাতি–
বধূর দেখা নাইকো, শুধু প্রচুর পরিহাস॥
এখন থেমে গেল বাঁশি, শুকিয়ে গেল পুষ্পরাশি,
উঠল তোমার অট্টহাসি কাঁপায়ে আকাশ।
ছিলেন যাঁরা আমায় ঘিরে গেছেন যে যার ঘরে ফিরে,
আছ বৃদ্ধা ঠাকুরানী মুখে টানি বাস॥
এখন তবে আজ্ঞা করো, বিদায় হবে দাস॥
জীবনের এই বাসররাতি পোহায় বুঝি, নেবে বাতি–
বধূর দেখা নাইকো, শুধু প্রচুর পরিহাস॥
এখন থেমে গেল বাঁশি, শুকিয়ে গেল পুষ্পরাশি,
উঠল তোমার অট্টহাসি কাঁপায়ে আকাশ।
ছিলেন যাঁরা আমায় ঘিরে গেছেন যে যার ঘরে ফিরে,
আছ বৃদ্ধা ঠাকুরানী মুখে টানি বাস॥