Published on রবীন্দ্র রচনাবলী (https://rabindra-rachanabali.nltr.org)


বিচিত্র, ১১৬
বিচিত্র
১১৬
  আমাদের  পাকবে না চুল গো– মোদের  পাকবে না চুল।
       আমাদের  ঝরবে না ফুল গো– মোদের  ঝরবে না ফুল॥
আমরা  ঠেকব না তো কোনো শেষে,  ফুরোয় না পথ কোনো দেশে রে,
আমাদের   ঘুচবে না ভুল গো–মোদের   ঘুচবে না ভুল॥
    আমরা  নয়ন মুদে করব না ধ্যান  করব না ধ্যান।
    নিজের  মনের কোণে খুঁজব না জ্ঞান  খুঁজব না জ্ঞান।
          আমরা  ভেসে চলি স্রোতে স্রোতে   সাগর-পানে শিখর হতে রে,
          আমাদের  মিলবে না কূল গো– মোদের   মিলবে না কূল॥