Published on রবীন্দ্র রচনাবলী (https://rabindra-rachanabali.nltr.org)


নাট্যগীতি,৬৬
নাট্যগীতি
৬৬
                    পাছে  চেয়ে বসে আমার মন,
                আমি   তাই ভয়ে ভয়ে থাকি।
                    পাছে  চোখে চোখে পড়ে বাঁধা,
                আমি   তাই তো তুলি নে আঁখি ॥