Published on রবীন্দ্র রচনাবলী (https://rabindra-rachanabali.nltr.org)
নাট্যগীতি,৩৩
নাট্যগীতি
৩৩
ও কেন ভালোবাসা জানাতে
আসে ওলো সজনী।
হাসি খেলি রে মনের সুখে,
ও কেন সাথে ফেরে আঁধার-মুখে
দিনরজনী॥
হাসি খেলি রে মনের সুখে,
ও কেন সাথে ফেরে আঁধার-মুখে
দিনরজনী॥