Published on রবীন্দ্র রচনাবলী (https://rabindra-rachanabali.nltr.org)
বিসর্জন- চতুর্থ অঙ্ক - তৃতীয় দৃশ্য, ৭৩
বিসর্জন
তৃতীয় দৃশ্য
প্রাসাদকক্ষ
প্রাসাদকক্ষ
গোবিন্দমাণিক্য
নয়নরায়ের প্রবেশ
নয়নরায়। বিদ্রোহী সৈনিকদের এনেছি ফিরায়ে,
যুদ্ধসজ্জা হয়েছে প্রস্তুত। আজ্ঞা দাও
মহারাজ, অগ্রসর হই — আশীর্বাদ
করো —
গোবিন্দমাণিক্য। চলো সেনাপতি, নিজে আমি যাব
রণক্ষেত্রে।
নয়নরায়। যতক্ষণ এ দাসের দেহে
প্রাণ আছে, ততক্ষণ মহারাজ, ক্ষান্ত
থাকো, বিপদের মুখে গিয়ে —
গোবিন্দমাণিক্য। সেনাপতি,
সবার বিপদ-অংশ হতে, মোর অংশ
নিতে চাই আমি। মোর রাজ-অংশ, সব
চেয়ে বেশি। এস সৈন্যগণ, লহ মোরে
তোমাদের মাঝে। তোমাদের নৃপতিরে
দূর সিংহাসনচূড়ে নির্বাসিত করে
সমরগৌরব হতে বঞ্চিত কোরো না।
চরের প্রবেশ
চর। নির্বাসনপথ হতে লয়েছে কাড়িয়া
কুমার নক্ষত্ররায়ে মোগলের সেনা ;
রাজপদে বরিয়াছে তাঁরে। আসিছেন
সৈন্য লয়ে রাজধানী পানে।
গোবিন্দমাণিক্য। চুকে গেল।
আর ভয় নাই। যুদ্ধ তবে গেল মিটে।