অকৃতজ্ঞ!
জয়সিংহ। দণ্ড দাও প্রভু!
রঘুপতি। সব ভেঙে
দিলি! ব্রহ্মশাপ ফিরাইলি অর্ধপথ
হতে! লঙ্ঘিলি গুরুর বাক্য! ব্যর্থ করে
দিলি দেবীর আদেশ! আপন বুদ্ধিরে
করিলি সকল হতে বড়ো! অজন্মের
স্নেহঋণ শুধিলি এমনি করে!
জয়সিংহ। দণ্ড
দাও পিতা!
রঘুপতি। কোন্ দণ্ড দিব?
জয়সিংহ। প্রাণদণ্ড।
রঘুপতি। নহে। তার চেয়ে গুরুদণ্ড চাই। স্পর্শ
কর্ দেবীর চরণ।
জয়সিংহ। করিনু পরশ।
রঘুপতি। বল্ তবে, ‘ আমি এনে দিব রাজরক্ত
শ্রাবণের শেষ রাত্রে দেবীর চরণে। '
জয়সিংহ। আমি এনে দিব রাজরক্ত, শ্রাবণের
শেষ রাত্রে দেবীর চরণে।
রঘুপতি। চলে যাও।
প্রথম দৃশ্য
মন্দির
রঘুপতি। তোরা এখানে সব কী করতে এলি?
সকলে। আমরা ঠাকরুন দর্শন করতে এসেছি।
রঘুপতি। বটে! দর্শন করতে এসেছ? এখনো তোমাদের চোখ দুটো যে আছে সে কেবল বাপের পুণ্যে। ঠাকরুন কোথায়! ঠাকরুন এ রাজ্য ছেড়ে চলে গেছেন। তোরা ঠাকরুনকে রাখতে পারলি কই? তিনি চলে গেছেন।
সকলে। কী সর্বনাশ! সে কী কথা ঠাকুর! আমরা কী অপরাধ করেছি?